Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় রং মিশ্রিত চিপস বিক্রি দোকান মালিককে জরিমানা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৩ পিএম

মাগুরায় ক্ষতিকর রং মেশানো চিপস বিক্রির দায়ে আজ বৃহস্পতিবার ৫টি মুদি দোকানের মালিককে নগদ ৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এরঁ নেতৃত্বে বাজার মনিটরিং টিম। সদর উপজেলার নতুন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমুহ তদারকি করে ক্ষতিকার রং মেশানো চিপস বিক্রয় করার অপরাধের প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স রুদ্র্র স্টোর, মেসার্স মৌ জেনারেল স্টোর, কুন্ডু স্টোর, সুকান্ত স্টোর ও মারুফ স্টোরকে সর্বমোট ৮৫০০/- ( আট হাজার পাচশত ) টাকা জরিনামা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ক্ষতিকর রং মিশ্রিত ০৮ বস্তা চিপস জব্দ ও ধংস করা হয় এবং এ ধরনের রং মিশ্রিত চিপস জন সাধরণকে ক্রয় করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়া সকলকে স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্যও সকলকে অনুরোধ করা হয়। এ তদারকি কার্যে সার্বিক সহায়তা করেন মাগুরা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব কামরুজ্জামান এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ