মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, জলসীমা লঙ্ঘনের ঘটনায় গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, গত সোমবার আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করায় জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি আটকের দিন আমিরাতের উপকূলরক্ষীরা দুজন ইরানি জেলেকে হত্যা করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সম্প্রতি ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বিকৃতি দিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে আমিরাত। এরপর থেকেই ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়ে চলেছে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্র পরিচালিত টিভি পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায়, সোমবার ইরানের সীমান্তরক্ষী বাহিনী আমিরাতি জাহাজ ও এর কর্মীদের আটক করেছে। ইরানের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে জাহাজটিকে আটক করা হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, একইদিন আমিরাতের কোস্টগার্ডরা দুজন ইরানি মৎস্যজীবীকে হত্যা করে তাদের নৌকা জব্দ করে। পরে বুধবার এ নিয়ে এক চিঠিতে দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়েছে আমিরাত।
ওই ঘটনার পর তেহরানে আমিরাতের চার্জ ডি’অ্যাফেয়ার্স ডেকে পাঠায় ইরান। এদিকে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্যের জন্য যোগাযোগ করলে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।