মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, কৌশলগত অস্ত্র তৈরির অবকাঠামো আমাদের রয়েছে, অস্ত্র তৈরির ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।
মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। আমির হাতামি আরও বলেছেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা অক্ষুণ্ণ রেখে এ ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের প্রয়োজনীয় সব ধরণের প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা মেটাতে সক্ষম। এর পাশাপাশি অর্থনীতিসহ বেসামরিক বিভিন্ন খাতে সহযোগিতা করতেও এই মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।
বৈঠক শেষে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতাবা যুন্নুরি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাইবার ইস্যুর পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
ইরান জীবাণু সন্ত্রাস মোকাবেলা এবং নয়া যুদ্ধ কৌশলের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের প্রতিরক্ষা খাত আরও সমৃদ্ধ হয়েছে এবং 'আমরাও পারি'- এই স্লোগান বাস্তবায়িত হয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।