মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোটে বিজয়ী হলেও আলেক্সান্দার লুকাশেঙ্কোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছে রাজধানী মিনস্কের রাস্তায় নেমেছে লাখো বিক্ষোভকারী। পদত্যাগের জোরালো দাবি উঠলেও অনড় অবস্থানে ২৬ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা এই রাজনীতিক। সোমবার সাফ সাফ জানিয়ে দিলেন, নতুন করে নির্বাচন হবে না। দেশের বার্তা সংস্থা বেল্টা এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। গত ৯ আগস্ট নির্বাচনে জিতে ষষ্ঠ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন লুকাশেঙ্কো। এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু হয়নি’ বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী সভিৎলোনা সিখানোস্কায়ার দাবি, ৬০ থেকে ৭০ শতাংশ ভোটে তিনিই জিতেছিলেন। কিন্তু কারচুপি করে আবারও দেশের শীর্ষ আসনটি লুকাশেঙ্কো দখল করেছেন এমন অভিযোগে বিক্ষোভে ফুঁসে ওঠে বেলারুশ। রোববার লাখ লাখ মানুষ সমবেত হয়ে এই বিক্ষোভকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিণত করেছে। তবে নিজের অবস্থানে অটল থাকছেন লুকাশেঙ্কো, ‘চাপের মধ্যে আমাকে দিয়ে এমন কিছু করানোর প্রত্যাশা করা আপনাদের কখনোই উচিত নয়। এটা (নতুন নির্বাচন) কখনোই হবে না।’ বেল্টা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।