Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশে সাধারণ ধর্মঘটের ডাক পদত্যাগে অস্বীকৃতি লুকাশেঙ্কোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বেলারুশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। রবিবার মিনস্কের রাস্তায় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ থেকে এ ধর্মঘট ডাকা হয়। শুক্রবার সরকার নিয়ন্ত্রিত কারখানায় শ্রমিকদের ধর্মঘট পালনের পর এবার দেশজুড়ে এ কর্মসূচি ঘোষণা করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রায় ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। এদিকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেছেন, তার দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার টেলিফোন আলাপে এমন আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন লুকাশেঙ্কো। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। বেশ কিছুদিন ধরেই তার সরকারের বিরুদ্ধে বেলারুশে চলছে তুমুল বিক্ষোভ। লুকাশেঙ্কোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জোর করে ক্ষমতা ধরে রাখা ও বিরোধীদের নির্মূলের অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা। আর তাদের বিরুদ্ধে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে পুলিশি হেফাজতে মারা গেছেন ২ জন বিক্ষোভকারী। আটক হয়েছে ৬ হাজারের বেশি বিক্ষোভকারী। দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধীদলীয় নেত্রী। রবিবার এক লাখের মতো বিক্ষোভকারী মিনস্কের রাস্তায় মিছিল করেছে। বিক্ষোভ করতে করতে ইন্ডিপেনডেন্ট স্কয়ারের দিকে এগিয়ে যায় তারা। বেলারুশের সংবাদমাধ্যম টুট-এর প্রতিবেদনে এ মিছিলকে দেশের ইতিহাসের দীর্ঘতম মিছিল বলে উল্লেখ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল ফুল আর বেলুন। তাদেরকে বিজয় চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘রক্তের দাগ ধুয়ে ফেলা যাবে না’ ‘নিপীড়ন আর মৃত্যুর জন্য লুকাশেঙ্কোকে জবাব দিতে হবে’। বেলারুশের অন্য বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ হতে দেখা গেছে। এর আগে শুক্রবার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে রাষ্ট্র পরিচালিত সার কারখানা, পরিবহন কারখানা ও তেল শোধনাগারসহ বিভিন্ন কারখানা থেকে কাজ ছেড়ে বেরিয়ে আসেন শ্রমিকরা। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ