Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবার লেখা প্রথম সিনেমার গান গাইলেন দিঠি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১০:০৭ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার জীবনে প্রথম সিনেমাতে গান লিখেছিলেন সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায়। গানটির সুর সঙ্গীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কন্ঠ দিয়েছিলেন বশির আহমেদ ও আঞ্জুমান আরা বেগম। সিনেমায় বাবার লেখা প্রথম গানটি নতুন করে গেয়েছেন তার কন্যা সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। নুতন করে গানটির সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইউসুফ আহমেদ খান। গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘সিনেমায় আব্বুর লেখা প্রথম গান ছিলো এটি এবং এটি বাংলাদেশের সিনেমার একটি মাইলফলক। আব্বুর কাছে এই গানটি এক অন্যরকম অনুভূতির স্থান দখল করে আছে। যে কারণে এই গানটির প্রতি আমারও ভালো লাগা আছে। তাই আব্বুর প্রতি শ্রদ্ধা রেখেই গানটি কন্ঠে তুলে নিলাম। তবে শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির মতো করে কোন দিনই গাইতে পারবো না। তবে আমি আমার মতো করেই চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালোলাগবে।’ এদিকে দিঠি আনোয়ার তার বাবার লেখা নতুন আরেকটি গানে কন্ঠ দিয়েছেন। আরো পাঁচজন গান গাইবেন গানটি। এছাড়া সাখাওয়াত হোসেন মারুফেরর লেখা ও সুরে ইউসুফ আহমেদ খানের সঙ্গীতায়োজনে আরেকটি নতুন গানে কন্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার। সবগুলো গানই পর্যায়ক্রমে চলতি বছরে প্রকাশ পাবে বলে জানান দিঠি আনোয়ার। আগামী মাস থেকে আবারো দিঠি আনোয়ারের উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে মাছরাঙ্গা টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ