গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরে রাজিয়া আক্তার (৪৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী জহির উদ্দিন বাবরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার আলামিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীকে আটক করা হয়েছে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে রয়েছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৪টার দিকে রাজিয়াকে কুপিয়ে আহত করেন পাষণ্ড স্বামী জহির। গুরুতর আহত অবস্থায় রাজিয়া আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিয়ার ছেলে মো. জয় জানান, পরিবারসহ তারা মিরপুর মডেল বি ব্লকের, ৬ নম্বর লেনের একটি বাসায় থাকেন। তার মা ছিলেন গৃহিণী। ভোরে মায়ের চিৎকারে ঘুম ভাঙলে তারা দেখতে পান, তার মাকে এলোপাতারি কুপিয়ে আহত করেছেন বাবা জহির উদ্দিন বাবর। পরে তারা রাজিয়া আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।