বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দূর পাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মে নগরীতে তিন বাস কাউন্টারকে অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার সন্ধা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার, উমর ফারুক ও আলী হাসানের নেতৃত্বে নগরীর দামপাড়া, একে খান ও অক্সিজেন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নগরীর দামপাড়া বাস কাউন্টারগুলোতে নানা অনিয়মের কারণে সউদিয়া এসি কাউন্টার ও নন এসি কাউন্টারকে পৃথকভাবে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় । ইউনিক কাউন্টারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে একে খান এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় জোনাকি পরিবহন ১০০০ টাকা,বিলাস পরিবহন ২০০০ টাকা, তিশা পরিবহন ১০০০ টাকা,
শ্যমলী পরিবহন ১০০০ টাকা, যাত্রী পরিবহন ১০০০ টাকা অনিমা পরিবহনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানিং দেখা যায় কিছু বাস কাউন্টার সরকারী আদেশ উপেক্ষা করে নিজস্ব পন্থায় ফ্যামিলি প্যাকেজ করে পাশাপাশি সিটে যাত্রী বসায়। এমনকি অপরিচতদেরকে ফ্যামিলি বলে চালিয়ে দুজনকে পাশাপাশি সিটে বসাচ্ছিলো যা সরেজমিনে পাওয়া যায়। এ অপরাধে অর্থদণ্ড ও মুচলেকা নেয়া হয়েছে । ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেনা বলে তারা লিখিত অঙ্গীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।