বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ইয়ানুর হোসেন (৩৮) মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ইয়ানুর হোসেন প্রচণ্ড শাসকষ্ট ও জ্বর নিয়ে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।
তিনি বলেন, অবস্থার অবনতি হওয়ায় ইয়ানুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মশিউর রহমান বলেন, ইয়ানুর ঈদের আগ থেকেই জ্বরে ভুগছিলেন। চিকিৎসক হওয়ায় নিজেই ওষুধ খাচ্ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে করোনা কিনা সেটা জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।