মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরান ভেনিজুয়েলার রাাজধানী কারাকাসে প্রথম একটি সুপার মার্কেট উদ্বোধন করেছে। বুধবার সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাতুল্লাহ সুলতানি।
ইরান থেকে জাহাজে করে নিয়ে এ সুপার মার্কেটে খাদ্য ও মৌলিক পণ্য সামগ্রী বিক্রি করা হবে। কিছুদিন আগে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি খাদ্যবাহী জাহাজ ভেনিজুয়েলায় পৌঁছায়।
এর আগে ইরানের কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ ভেনিজুয়েলায় যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের লক্ষ্যে দেশটির ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। এর অংশ হিসেবে ভেনিজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
কিন্তু ইরান সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় তেল ও পণ্যবাহী জাহাজ পাঠিয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশটির সঙ্গে ইরানের সর্বাত্মক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।