মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন দশকেরও বেশি আগে প্রণয়ন করা জাতীয় শিক্ষানীতি (এনইপি) সংস্কার করেছে ভারত। বুধবার জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এতে দেশটির সব স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষায় শিশুদের মাতৃভাষা কিংবা যেকোনও একটি স্থানীয়/আঞ্চলিক ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া তিন থেকে ১৮ বছর পর্যন্ত বয়সের সব শিশুর জন্য বাধ্যতামূলক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টার্নশিপসহ ভোকেশনাল শিক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রচলিত ১০+২ স্কুল কাঠামো (দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক ও দুই বছরের উচ্চমাধ্যমিক) এবং চার বছর মেয়াদী স্নাতক কোর্সও বদলানোর কথা বলা হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। সর্বশেষ ১৯৮৬ সালে জাতীয় শিক্ষা নীতিতে বড় ধরণের সংস্কার আনে ভারত সরকার। দীর্ঘ সময় পর ওই নীতি সংস্কার করে দেশটির মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়ের নাম বদল করে শিক্ষা মন্ত্রণালয় করা হয়েছে। পরিবর্তিত এই শিক্ষানীতিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিক্ষাখাতে এই সংস্কারের জন্য বহু অপেক্ষা করতে হয়েছে। নতুন নীতিতে স্কুলের বাইরে থাকা দুই কোটি শিশুকে মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।