বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে চারতলা ভবনে প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে মোহাম্মদ নুরু (৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শহরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, স্থানীয় মখবুল হোসেন নান্নার চারতলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিল রাজমিস্ত্রি মোহাম্মদ নুরুসহ কয়েকজন শ্রমিক। প্লাস্টারের জন্য তৈরি করা মাচা ভেঙে নুরু চারতলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য শ্রমিকরা ভেতরের অংশে কাজ করার কারণে বেঁচে যায়। নিহত মোহাম্মদ নুরু ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকার হাফেজ উদ্দিনের ছেলে।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।