Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় চবি ভিসির স্বামীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১১:৪৮ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী মুক্তিযোদ্ধা মেজর (অব.) লতিফুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার রাত দেড়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া।

তিনি বলেন, লতিফুল আলম করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ-এ বেশ কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন।
ভিসিসহ পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। ভিসি এবং অন্য সদস্যরা
সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এলাকায় লতিফুল আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদে যোহর নগরীর দামপাড়া হযরত গরীবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে লতিফুল আলমকে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ