মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি উত্তেজনাকর করে তোলার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার পম্পেওর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য ও আচরণ বন্ধ করেন।
‘দক্ষিণ চীন সাগর চীনের অংশ নয়’ বলে পম্পেও সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে ওয়েনবিন বলেন, বেইজিং সব সময় পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ অঞ্চলে আমেরিকার ষড়যন্ত্রের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন, চীন কখনো নিজের সীমান্তকে বাড়িয়ে বলেনি বরং সব সময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছা পোষণ করেছে।
তিনি দক্ষিণ চীন সাগরে মার্কিন সেনা উপস্থিতির সমালোচনা করে বলেন, মার্কিন সামরিক উপস্থিতি এ অঞ্চলের দেশগুলোর জাতীয় স্বার্থ, শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।