Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৬:০২ পিএম | আপডেট : ৬:১৩ পিএম, ২৮ জুলাই, ২০২০

ঈদের বাজার নিয়ে বাড়ি ফেরা হলনা রুপনের। ২৮ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিকাপেরে চাপাই এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার নেজামপুর ইউপির মুসলিমপুর গ্রামের আফতাব উদ্দীনের ছেলে রুপন আলী (৪০)। তার স্বজনরা জানান, এদিন দুপুরের দিকে নেজামপুর বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার সময় নাচোল-আমনুরা সড়কের মুসলিমপুর-ঘিওন মোড়ে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি পিক-আপ মটরযান রুপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক তড়িঘড়ি করে ঘাতক পিকাপটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় নাচোল থানা পুলিশ নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করলেও তারা মামলা করতে রাজি হননি। তবে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ