Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় খোকসায় করোনায় প্রথম মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ৭:৫০ পিএম

খোকসায় এই প্রথম জামাল উদ্দিন (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুইজন। এ নিয়ে উপজেলাটিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। করোনা থেকে মুক্তি পেয়েছেন ২৪ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২০ জন।

শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুজ্জামান সোহেল।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বৃদ্ধে বাড়ি খোকসা থানাপাড়াতে। তার বয়স ৭৭ বছর। তিনি আজ ভোরে মারা যান।

ডা. সোহেল আরও বলেন, জামাল উদ্দিন গত ২১ জুলাই কোভিড-১৯ পজেটিভ হয়ে বিলজানিতে তার মেয়ের বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। কোভিড-১৯ ছাড়াও তিনি পূর্ব থেকেই আরও কিছু জটিল রোগে আক্রান্ত ছিলেন।

কুষ্টিয়ায় এ নিয়ে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ