বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) ভোর চার টার সময় তিনি মারা যান।
মৃতের নাম আব্দুর রহিম (৭০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুর নগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মণ্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন (২) এ ভর্তি হন সাতক্ষীরা সদরের ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লক ডাউন করা হবে।
সাতক্ষীরায় এই নিয়ে ৫০ জন করোনা উপসর্গে মারা গেলেন। এদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কয়েকজনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।