Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সমঝোতা রক্ষায় অঙ্গীকার ইইউর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পরিপ‚র্ণভাবে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেছেন, সমঝোতা কার্যকর করে তোলার জন্যে এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে। শনিবার জোসেপ বোরেল তার অফিশিয়াল টুইটার পেইজে দেয়া এক পোস্টে বলেন, “আমি পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছি এবং মনে করি ইরানের সঙ্গে সমঝোতা রক্ষা করা জরুরি। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জয়েন্ট কমিশনের সমন্বয়ক হিসেবে আমি আমার ভ‚মিকা পালন করে যাব।” পরমাণু সমঝোতা সই হওয়ার পঞ্চম বার্ষিকী উপলক্ষে ভ‚মধ্যসাগরীয় সংলাপ ২০২০-এ দেয়া ভার্চুয়াল বক্তৃতার প‚র্ণাঙ্গ ভিডিও জোসেপ বোরেল তার টুইটার পোস্টে যুক্ত করেছেন। এতে তিনি সুস্পষ্ট করে বলেছেন, “দুটি কারণে পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। বিশ্বের সামনে এ সমঝোতার বিকল্প নেই। দ্বিতীয় কারণ হচ্ছে- আমরা যদি নতুন একটি চুক্তি করতে চায় তাহলে সেটি হবে ট্রাম্প চুক্তি যা সম্ভব নয়।” বোরেল তার বক্তৃতায় আরো বলেছেন, “১২ বছরের আলোচনা শেষে মতভিন্নতা দ‚র করে এই চুক্তি হয়েছিল যা সারা বিশ্বের জন্য ছিল বিরাট বড় সফলতা। জোসেপ বোরেল আরো বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের টানা ১৫টি রিপোর্ট বলেছে, এই সমঝোতার আলোকে ইরান তার পরমাণু কর্মস‚চির ক্ষেত্রে সমস্ত বাধ্যবাধকতা মেনে চলছে। রয়টার্স, পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ