মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে সহিংসতায় ৭২ তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন।দেশটির সর্বত্র সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে শুক্রবার আফগান নিরাপত্তা বাহিনী বলেছে, তিন প্রদেশে অভিযান চালানোর সময় সংঘর্ষে কমপক্ষে ৭২ জন তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে চারজন উর্ধ্বতন কমান্ডারও। -এক্সপ্রেস ট্রিবিউন, আনাদুলু
আফগান ন্যাশনাল আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বালখ, ফারিয়াব ও সার-আই-পাল প্রদেশে পদাতিক ও বিমান হামলায় আরো ৩২ জন আহত হয়েছে। সপ্তাহের শুরুর দিকে তালেবান হামলায় উত্তর আফগানিস্তানে ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
গত রোববার আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি আলোচনায় বসার আহ্বানকে তালেবানরা প্রত্যাখান করেছে। তারা বলেছে, চলমান বিদ্রোহের ক্ষেত্রে তারা এখনও কোনো বিকল্প খুঁজে পাননি। তালেবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের একাধিক টুইটে বলা হয়েছে, সহিংসতার অবসান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির বাস্তবায়ন এবং আফগানিস্তানের ভেতরেও সমঝোতা প্রয়োজন।
কয়েক দিন আগে আফগান প্রেসিডেন্ট ঘানি বলেছেন, এভাবে যদি তালেবানদের হামলা অব্যাহত থাকে তাহলে সেটা শান্তি আলোচনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।