Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিক্ষার লাখ রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

বিভিন্ন মন্দিরে ভিক্ষা করে দিন কাটান ভারতের কেরালার কোট্টায়ামের এক বৃদ্ধা। কয়েকদিন আগে ভাঙা বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। পরে ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দেন তিনি। এরপরই গ্রামের সবার চোখে পড়েন তিনি। জানা যায়, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছেন। বাড়ির পাশেই এক মন্দিরে ভিক্ষে করেন তিনি। মাঝে মধ্যে মন্দিরের কাজ করেও কিছু টাকা পয়সা বা খাবার পান। এভাবেই কাটছিল তার দিন। এরপরই হঠাৎ ওই বৃদ্ধা গ্রামের হিরো হয়ে ওঠেন। যা দেখে মাথা খারাপ হয়ে যায় ওই গ্রামের মানুষের। এত ভিজে নোট তিনি পেলেন কোথায়? গ্রামের লোক অত নোট দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তদন্ত শুরু করতেই বেরিয়ে আসে সত্যি। এরপর গোনা শুরু হয় টাকা। দেখা যায় এর মধ্যে ব্যান হয়ে যাওয়া নোটও আছে। ৫০০ এবং হাজারের নোট রয়েছে যেগুলি অচল। প্রায় ৩২ হাজার টাকার মতো অচল নোট পাওয়া যায় তাঁর কাছে। বাকি ১ লক্ষ ১০ হাজার টাকা পাওয়া যায়। যা পুলিশ বৃদ্ধার নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে জমা করে দেয়। এই ঘটনায় সবাই অবাক হয়। না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। তিনি নিজেও জানতেন না কত টাকা আছে তাঁর! নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিক্ষা

১৮ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ