পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জামায়াত নেতা মীর কাসেম আলী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। আর তা না চাইলে যে কোনো মুহূর্তে তাঁর মৃত্যুদ-াদেশ কার্যকর করা যাবে। মৃত্যুদ- বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, মীর কাসেম বদর নেতা হিসেবে অনেক অপরাধমূলক কর্মকা- করেছেন। তার ফাঁসি বহাল না থাকলে আমরা হতাশ হতাম। এ রায়ে সমস্ত উদ্বেগের অবসান হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার রায়ের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, রিভিউ আবেদন খারিজের পর মীর কাসেমের মৃত্যু কার্যকরে এখন শুধু প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার বিষয়টিই বাকি থাকল। পরবর্তী পদক্ষেপ হলোÑ রিভিউ পিটিশনের রায়ের বিষয়ে তাকে অবহিত করা হবে। তিনি যদি মনে করেন প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন, সেক্ষেত্রে তার দরখাস্ত প্রেসিডেন্টের কাছে প্রেরণ করা হবে। প্রেসিডেন্টের সিদ্ধান্তের পরই তার দ- কার্যকরের প্রক্রিয়াটা চালু হবে। উনি প্রাণভিক্ষা চাইলে প্রেসিডেন্ট নিষ্পত্তি না করা পর্যন্ত প্রক্রিয়া থেমে থাকবে। প্রেসিডেন্ট যদি প্রাণভিক্ষা দেন সেটা আলাদা কথা। আর উনি যদি এটাকে নাকচ করেন সেক্ষেত্রে রাষ্ট্র যখন চাইবে, তখনই তার দ- কার্যকর করা যাবে। তিনি প্রাণভিক্ষা না চাইলে যে কোনো মুহূর্তে রাষ্ট্র তার এই দ- কার্যকরের পদক্ষেপ নিতে পারে। প্রেসিডেন্ট লন্ডনে অবস্থান করছেন এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রেসিডেন্ট যেখানেই থাকুন না কেন, তাঁকে বিষয়টি অবহিত করা হলে তিনি সিদ্ধান্ত জানাতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।