Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিক্ষা দিয়ে সমালোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেলবোর্নের রাস্তায় এক ভিক্ষুককে ৫ ডলার দিয়ে (২৯৫ টাকা) সমালোচনায় পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার অর্থনীতি নিয়ে একটি বক্তব্য দিতে যাওয়ার পথে ভিক্ষুক দেখে দাঁড়িয়ে যান টার্নবুল। তার সঙ্গে হাত মেলান। পরে ভিক্ষুকের সামনে রাখা কফির কাপে ৫ ডলার গুঁজে দেন তিনি। ঘটনাটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিপুল সম্পদের মালিক টার্নবুলের ৫ ডলার দেওয়াকে কেউ কেউ দেখছেন কৃপণতা হিসেবে। ডেইলি মেইলের অস্ট্রেলিয়ান সংস্করণে তাকে ‘কৃপণ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর ভিক্ষা দেওয়ার সমালোচনা করছেন কেউ কেউ। মেলবোর্নের লর্ড মেয়র রবার্ট ডোয়েল বলছেন, ভিক্ষা দিলে ভিক্ষুকদের মাদক সেবনের প্রবণতা বাড়ে এবং তাতে দারিদ্র্যও বৃদ্ধি পায়। টার্নবুলকে ভিক্ষার বদলে স্বেচ্ছাসেবী সংস্থায় দান করার পরামর্শ দিয়েছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ক্যামেরার জন্য এই উদারতা দেখাতে গেছেন প্রধানমন্ত্রী। কেউ কেউ টার্নবুলকে সমর্থনও করেছেন। আপনি একজনকে দেখছেন, যিনি আরও দিতে পারেন। আমি একজনকে দেখছি, যিনি দিয়েছেন, টুইটারে লিখেছেন একজন। গত জুলাইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার পর অনেক বিষয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে টার্নবুলকে। ভিক্ষা দেওয়া নিয়ে সমালোচনার মধ্যে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শুক্রবার স্থানীয় একটি রেডিও স্টেশনকে তিনি বলেন, এটা ছিল একটি মানবিক প্রতিক্রিয়া এবং এতে কেউ হতাশ হলে তাতে আমি দুঃখিত। টার্নবুলই প্রথম রাজনীতিক নন, যাকে সাধারণত উদারতা হিসেবে দেখা হয় এমন কাজের জন্য সমালোচনার মুখে পড়তে হলো। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিক্ষা দিয়ে সমালোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ