পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে সরকার। নিজামীর আপিলের রায় পুনর্বিবেচনার কোনো কারণ আদালত খুঁজে পায়নি বলেও জানান তিনি। গতকাল সেমাবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনে রায় কমানোর কথা বলায় জামায়াতের আমির অপরাধের সঙ্গে যুক্ত নন, তা বলা যাবে না। প্রকাশিত রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ে এমন কথাই বলা হয়েছে।
রিভিউ আবেদন খারিজ হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়টি রিভিউ (পুনর্বিবেচনা) হওয়ার মতো কোনো গ্রাউন্ড তারা (আপিল বিভাগ) খুঁজে পাননি। বিশেষ করে তার মৃত্যুদ-কে পরিবর্তন করে যাবজ্জীবন কারাদ- করার যে প্রার্থনা ছিল। দ- সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছিলেন, এ বিষয়ে আদালত বলেছেন তার অপরাধ এত জঘন্য ছিল এবং যারা নাকি ভিকটিম তারা প্রত্যেকে তার এই কর্মকা-ের জন্য ক্ষুব্ধ। এ ধরনের অপরাধীর দ- মওকুফের কারণ নেই এ কথা বলে আবেদনটি খারিজ করা হয়েছে। এ অবস্থায় নিজামী আর অপরাধে যুক্ত নন, একথা বলা যাবে না। তিনি বলেন, যেহেতু তার আইনজীবীরা দ- মওকুফের কথা বলেছেন, কাজেই এ সমস্ত হত্যাকা-ের সঙ্গে তিনি যুক্ত নন তা বলা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।