Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে অবৈধ বালু উত্তোলন দুইজনকে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৯:৩৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া বলতলায় গতকাল দুপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। 

দন্ডপ্রাপ্তরা হলেন- সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন ভেঙে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ