Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় রাবি অধ্যাপকের মৃত্যু

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ৫:৪০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীন মারা গেছেন। বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন দুপুরে রায়ের বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ (আইবিএস) থেকে অবসর নেন।

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইবিএসের পরিচালক অধ্যাপক জাকির হোসেন বলেন, তিনি আমাদের ইনস্টিটিউটের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টা ৫মিনিটে তিনি মারা গেলে দুপুরে সরকারি নির্দেশনা অনুযায়ী তাকে দাফন করা হয়।
এর আগে, ২ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাবির ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ দুই শিক্ষক মারা গেলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ