Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে গলায়চোকা ব্রেকরড ঢুকে শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১২:১৪ পিএম

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর গ্রামের হিয়া(১১)নামের এক শিশু গলায় ইঞ্জিন চালিত ভ্যানের চোকা ব্রেক-রড ঢুকে মৃত্যু বরন করেছে।
সে ঐ গ্রামের হাব্বুলের মেয়ে এবং পিয়ারাখালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।
জানাগেছে,গতকাল সকাল সাড়ে ৭টার দিকে বাড়ীর পাশে রাখা একটি ইন্জিন চালিত ভ্যানের উপরে উঠে লাফালাফির এক পর্যায়ে পা ফসকে ব্রেক রডের ওপর পড়ে গেলে গলায় চোকা রড ঢুকে মারাত্মকভাবে আহত হয়। ঘটনার পর পরই হিয়ার মামা, চাচাসহ আত্মীয় স্বজনরা তাকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেও তার অবস্থার ক্রমাবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৯ টার দিকে পাবনা থেকে সিএনজি যোগে রাজশাহী যাবার পথে চারঘাট উপজেলার নিকট উল্লেখিত সময়ে হিয়া মৃত্যু বরন করে। খুব চোকা ধারালো ব্রেকরড গলায় ঢোকার কারনে প্রচুর রক্তক্ষরণ হয়।ঈশ্বরদী ও পাবনায় চিকিৎসা দিয়েও রক্তক্ষরন বন্ধ হয়না।প্রায় সাড়ে ১৩ ঘন্টা মৃত্যুর সাথে পান্জা লড়ে শিশু হিয়া অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়। হিয়ার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ