Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২০, ৫:২৩ পিএম

রাজশাহীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লায় মোহন (২৬) ও আহমেদ (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ৪টার দিকে নগরীর উত্তর গুড়িপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লার মনসুর আলীর ছেলে মোহন (২৬) এবং একই এলাকার আরজেদের ছেলে আহমেদ (২৬)।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ জানান, উত্তর গুড়িপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বাড়িটির গ্রিল বিদ্যুতায়িত হয়ে ছিল। সেটি স্পর্শ করলে দুই শ্রমিক গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ