Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর রথীন্দ্রনাথ রায়’র বিপ্লবী গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২০, ১১:৫৬ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী রথীন্দ্রনাথ রায় দীর্ঘদিন পর নতুন গান গাইলেন। ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। গীতিকার, সুরকার ও শিল্পী আমিরুল মোমেনীন মানিকের কথায় গানটির সুরারোপ করেছেন সুফি হাবিব মোস্তফা। ‘ডুবি ডুবি তবু, অযুত সাহসে, উজানে সাঁতার কাটি, পায়ে নিয়ে আমি আগুনের জুতো বেহায়া পথিক হাঁটি, কথামালার বিপ্লবী এই গানটিতে সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ। গানটি সম্পর্কে রথীন্দ্রনাথ রায় বলেন, গানটির বাণী পড়ে ও সুর শুনে নিজের মধ্যে বিদ্রুৎ তরঙ্গ অনুভব করি। আমার চোখে ভেসে উঠেছে, সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালককে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গান আমাকে দিয়ে গাইয়ে নেবার জন্য। আমিরুল মোমেনীন মানিক বলেন, আগুনের জুতো পায়ে হাঁটছি মূলত এই সময়ের দাহসন্ধিকে তুলে ধরার এক কবিতা। গেয়েছেন কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার ধারণা গানটি বাংলা গানে একটি অনন্য প্রতীক হয়ে থাকবে। হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের দরাজ কণ্ঠ মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তুলে। তার গান শুনলে মন শিহরিত হয়। তাঁর মত কিংবদন্তীর কণ্ঠে আমার সুরে একটি গান হয়েছে, এটা ভাবতে ভীষণ ভাল লাগছে। মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ