মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মিথ্যা কথা বলা, অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা এবং ঘৃণা ছড়ানো হচ্ছে মার্কিন পররাষ্ট্র নীতির বিশেষ করে বর্তমান প্রশাসনের প্রধান উপকরণ।
আমেরিকা সম্প্রতি ইয়েমেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন আব্বাস মুসাভি। তিনি বলেন, আমেরিকার মিত্ররা জাহাজভর্তি ইরানি অস্ত্র আটক করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে দাবি করেছেন তা ওয়াশিংটনের মিথ্যা বলা এবং অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ও ঘৃণা ছড়ানো নীতিরই অংশ।
আব্বাস মুসাভি আজ (বৃহস্পতিবার) মাইক পম্পেওর বক্তব্যের জবাব দেন। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের বিরুদ্ধে ইয়েমেনে অস্ত্র সরবরাহের অভিযোগ তুললেন যখন তারা বুঝতে পেরেছেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো সম্ভব হবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চান। এ লক্ষ্যে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে। আমেরিকা বলছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রস্তাবটির ওপর ভোটাভুটি করার চেষ্টা করবে তারা। তবে রাশিয়া এবং চীন ওই প্রস্তাবের ওপর ভেটো দেবে বলে জোরালো ইঙ্গিত দিয়ে রেখেছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।