Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় নানার বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ৫:৪৬ পিএম

নানার বাড়িতে এসে পুকুরে ডুবে মারা গেছে সাজিম নামের আড়াই বছরের এক শিশু। বুধবার (৮ জুলাই) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে। সাজিম চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের খালিদ হোসেনের ছেলে।

জানা গেছে, তাছলিমা খাতুন তার সন্তান সাজিমকে নিয়ে কয়েকদিন আগে বাপের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সাজিম নানার বাড়ির উঠানে খেলা করছিলো। পরে সাজিমকে উঠানে দেখতে না পেয়ে তারা চারদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাঁশবাগানের ভেতর পুকুরের পানিতে শিশু সাজিমকে ভেসে থাকতে দেখেন। তাকে পানি থেকে তুলে স্থানীয় গ্রাম ডাক্তারের নিলে তিনি শিশুটিকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ