মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সম্প্রতি নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে দুর্ঘটনা ঘটেছে তার মূল কারণ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোশরাভি শুক্রবার জানান, বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা ভিন্ন ভিন্ন ধারণা নিয়ে তদন্ত শুরু করেছেন। তাদের তদন্ত দল উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।
কেইভান খোশরাবি বলেন, কিছু নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনা কারণ এবং প্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা হচ্ছে না, উপযুক্ত সময়ে তা জানানো হবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইভান খোশরাভি
তিনি বলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নির্মীয়মাণ একটি শেডের মধ্যে দুর্ঘটনা সীমাবদ্ধ রয়েছে এবং তদন্ত করে দেখা গেছে যে, সেখানে কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি।
ইরানের এই মুখপাত্র বলেন, নাতাঞ্জ পরমাণু দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে যে খবর বেরিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।