Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের প্রতি কঠোর হুঁশিয়ারি লেবাননের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৫ এএম

লেবাননের উপক‚ল থেকে তেল এবং গ্যাস উত্তোলনের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি বলেছেন, আরব এ দেশটির উপক‚লে কাউকে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না বৈরুত। লেবাননের একটি গ্যাসক্ষেত্রের কাছে ইহুদিবাদী ইসরাইল তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে লাইসেন্স ইস্যু করার একদিন পর লেবাননের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিলেন। ইহুদিবাদী ইসরাইল যে এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সেটি বøক-৭২ নামে পরিচিত এবং লেবানন ও ইসরাইলকে বিচ্ছিন্নকারী বিতর্কিত স্থানে অবস্থিত। এলাকাটি লেবাননের উপক‚ল থেকে ৮৭০ কিলোমিটার দ‚রে। প্রেসিডেন্ট আউন আরো বলেন, ইসরাইল যদি ওই এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের চেষ্টা করে তাহলে পরিস্থিতি জটিল হবে। আগামী এক মাসের মধ্যে ওই এলাকায় লেবানন তেল এবং গ্যাস উত্তোলন শুরু করবে বলেও জানান প্রেসিডেন্ট মিশেল আউন। এদিকে, লেবাননের দক্ষিণ সীমান্তের ঘটনাবলী নিয়ে আলোচনার জন্য দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের সদস্যদের বৈঠক আহŸান করেছেন প্রেসিডেন্ট আউন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ