পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লেবাননের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ। আজ শুক্রবার ২০ সদস্যর মেডিকেল টিমসহ জরুরি খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ সামরিক পরিবহনে করে আমরা এসব সামগ্রী পাঠাতে চেয়েছিলাম। কিন্তু পুরো প্রস্তুতি না থাকায় সেটি হয়ে উটেনি;, শুক্রবার পাঠাব।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন বৈরুতে রান্না করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। তারা বলেছে, বিস্কুট, চাল ও নুডল পাঠালে ভালো হয়। সামরিক বিমানটিতে জায়গা কম থাকায় আমরা লোক কম পাঠিয়ে খাবার বেশি পাঠাচ্ছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর আগে গত বুধবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সেদেশে বিস্ফোরণে নিহতদের বিষয়ে সহানুভূতি প্রকাশ করে প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোন সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান।
ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।