Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননের প্রেসিডেন্ট হিসেবে মিশেল আউনকে নির্বাচিত করা হয়েছে। রাজনৈতিক সংকটের কারণে সরাসরি ভোট অনুষ্ঠান করা সম্ভব হয়নি। দুই বছরের বেশি সময় অচলাবস্থা শেষে গত সোমবার সাবেক জেনারেল মিশেল আউনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। এতে সেখানকার গভীর রাজনৈতিক বিভাজনের মধ্যে সংকট নিরসনের সম্ভাবনা কম বলে খবরে উল্লেখ করা হয়। আউন একজন খ্রিস্টান সাবেক সেনাপ্রধান, তিনি শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলনের সঙ্গে জড়িত। অপরদিকে হিজবুল্লাহ মহাসচিব বলেন, স্বাধীন লেবানন পার্টির প্রধান মিশেল আউনের প্রতি আমাদের জোরালো সমর্থন অব্যাহত থাকবে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ আন্দোলন যার বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পাশাপাশি সিরিয়ায় যুদ্ধ করছে মিত্র হিসেবে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি একটি ব্লকের সিরিয়া সরকারের একজন কট্টর প্রতিপক্ষ এবং হিজবুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সউদি আরব থেকে আঞ্চলিক সমর্থন  পেয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ