মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের অর্থনীতিতে চরম ধসের কারণে হেলিকপ্টার ভাড়া দেওয়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে চলা দেশটিতে যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে মিনিট হিসেবে হেলিকপ্টার ভাড়া দেওয়া হচ্ছে। লেবাননের সেনাবাহিনীর কর্নেল হাসান বারাকাত জানান, ‘যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এ ভাড়া থেকে ধ্বংস হওয়া যাওয়া বিমানের রক্ষণাবেক্ষণের খরচ হবে। ।’ সেনাবাহিনীর এই হেলিকপ্টারে ১৫ মিনিটের জন্য গুণতে হবে ১৫০ ডলার। এদিকে বিশ্ব ব্যাংক বলছে, বিশ্বের ইতিহাসে চরম ক্ষতি মুখে পড়েছে লেবানন। দেশটির মুদ্রামান দুই বছরের কম সময়ে ৯০ শতাংশ কমে গিয়েছে এবং অর্ধেকের বেশি জনগণ দারিদ্রসীমার নিচে বাস করছে। সেনাবাহিনীর কমান্ডর জেনারেল জোসেফ অন গত মাসে বলেন, এই সঙ্কটের পিছনে সরকারের হাত রয়েছে। সরকারের দূর্নীতি এজন্য দায়ী, এতে করে দেশটির সেনাবাহিনীসহ সব খাতে ধস নেমে এসেছে। এদিকে লেবাননকে চলতি সপ্তাহে ৭০ টন খাবার দেওয়ার কথা জানিয়েছে কাতার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।