Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননে চীনা শান্তিরক্ষীদের প্রশংসা জাতিসংঘ কমান্ডারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১:৫০ পিএম

গত বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কমান্ডার লাজারো লেবাননে চীনা মাইন-সুইপার দলের তত্বাবধানে থাকা মাইনফিল্ড পরিদর্শন করেছেন। এসময় তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সংরক্ষণে চীনা মাইন-সুইপার দলের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

কমান্ডার লাজারো বলেন, চীনা মাইন-সুইপার দল পেশাদার, সুশৃঙ্খল এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একটি দল। তারা দক্ষিণ লেবাননের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দেয়।

সারা বিশ্বে শান্তি রক্ষায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চীনের অবদান অনস্বীকার্য।

উল্লেখ্য, ২০০৬ সালে লেবাননে প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে চীন। এ পর্যন্ত সেদেশে পাঠানো চীনা শান্তিরক্ষী সৈন্যদের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। তারা মাইনসহ দেড় হাজারের বেশি বিস্ফোরক বস্তু নির্মূল করেছে। স্থানীয়দের চিকিৎসা সহায়তা প্রদানে ৮৭ হাজারের বেশি চীনা কর্মীকে পাঠানো হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ