মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের রাজধানী তেহরানে একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালেকি আজ বুধবার সকালে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে ১৫ জন নারী ও চারজন পুরুষ।
তিনি আরো বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার দিকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাৎক্ষণিকভাবে হতাহতদের সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হন বলে তিনি জানান।
মালেকি বলেন, ‘সিনা আতহার’ নামের ক্লিনিকটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পার্সটুডের সংবাদদাতা জানিয়েছেন, আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।