মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।
২২৩১ নম্বর প্রস্তাবে যেসব কথা বলা হয়েছে তার অন্যতম হচ্ছে- ইরান যদি সঠিকভাবে মেনে চলে তাহলে পরমাণু সমঝোতা সইয়ের পাঁচ বছর পর ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।
সেই হিসেবে আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা কিন্তু আমেরিকা এবং তার পশ্চিমা কয়েকটি মিত্রদেশ অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিরোধিতা করছে। এরইমধ্যে এসব দেশ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে যাতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।
নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার ব্যাপারে জাওয়াদ জারিফ গতরাতে এক টুইটার পোস্টে বলেছেন, “আমেরিকা একাই শুধু পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে না বরং অন্যদেরকেও তা লঙ্ঘনের জন্য চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমি নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবো।”
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।