প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক মেষরাশি একক নাটক নো চিন্তা ডু ফূর্তি। ইতোমধ্যে নাটক দুটির শূটিং শেষে সম্পাদনার কাজ শুরু হয়েছে। দুটি নাটকই নির্মাণ করেছেন আদিবাসী মিজান। ধারাবাহিক ও একক নাটকের জন্য দুটি টাইটেল সং তৈরি করা হয়েছে। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ক্রাউন মিউজিকের ডিজিটাল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গান দুটির সঙ্গীত আয়োজন করেছেন রানা আকন্দ। নতুন গান প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, দীর্ঘ দিন ধরে ঘরবন্দী হয়েছিলাম। লকডাউনের কারণে নতুন কোন গানে কন্ঠ দেওয়া হয়নি। এখন কাজ শুরু করেছি। ঈদের দুটি নাটকের গানের জন্য প্রস্তাব পেয়ে কাজ শুরু করেছি। গানের কথাগুলো অসম্ভব ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকও গান দুটি পছন্দ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।