Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হাজীগঞ্জে করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৬:১৪ পিএম

জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চাঁদপুরের হাজীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শোয়েব আহমেদ চিশতী এ তথ্য নিশ্চিত করেছেন । এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ৫৮ জন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ।

বৃহস্পতিবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) জ্বর সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা যান।
হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, অমেশ চন্দ্র নমুনা সংগ্রহ করা যায়নি। বিলম্বে খবর দেয়ায় সেম্পল নেয়া হয়নি।
শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান,করোনা উপসর্গে নিহত এসব ব্যাক্তিদের উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে দাফন কার্য সম্পাদন করেছেন।

এদিকে চাঁদপুরে নতুন করে শুক্রবার আরো ৪৪ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, শাহরাস্তিতে ৬জন, হাইমচরে ৭জন, মতলব উত্তরে ৫জন(মৃত ১জনসহ)কচুয়া ১জন এবং ফরিদগঞ্জে ৭জন রয়েছে।
চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১৩ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫০জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ