বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম শেখ সোহরাব হোসেন (৬০)। তিনি শেখ ইউসুফ আলীর ছেলে। শুক্রবার সকাল ১১টায় মহানগরীর ২ নম্বর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাসায় তার মৃত্যু হয়।
মৃত ব্যাক্তির খালাতো ভাই মনিরুল আলম জানান, গত ২৪ জুন সোহরাবকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকজন রোগী ওই দিন মারা যান। কাঙ্খিত চিকিৎসা না হওয়ায় গতকাল তাকে আমরা বাসায় নিয়ে আসি। সকাল ১১টার দিকে তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, মানিকগঞ্জ জেলার শিবালয়ে আরিচা এলাকায় সোহবাব চাকরি করতেন। সেখান তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাকে খুলনায় নিয়ে এনে পরীক্ষা করা হলে গত ২৩ জুন তার করোনা ধরা পরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।