বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার তালা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার পরদিনই শুক্রবার (২৬ জুন) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বজলুর রহমান গাজী (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলা সদর বারুইহাটী গ্রামের সরফুদ্দীন গাজীর ছেলে । তিনি একজন মুদি ব্যবসায়ী।
শুক্রবার ভোর রাতে নিজ বাড়িতেই তিনি মারা যান।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মুদি ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন আমের ব্যবসা করতেন বজলুর রহমান। বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বৃহস্পতিবার সকালে তালা হাসপাতালে নমুনাও দিয়ে আসেন তিনি। শুক্রবার ভোর রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট এসে পৌঁছায়নি। তবে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।