মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সংসদ স্পিকার মুহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ভেতর থেকেই ধসে পড়ার মতো সঙ্কটের সম্মুখীন। আজ বুধবার তেহরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ যাভাভি’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিতি।
কলিবফ আরো বলেন, দখলদার ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভা গঠনের জন্য সংকটের সম্মুখীন। এটা তাদের ভেতর থেকে ধসে পড়ার সংকটের প্রমাণ।
ইরানের সংসদ স্পিকার আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান সমস্যা। ফিলিস্তিনি জনগণের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে এবং এটি ইরানের মৌলিক নীতি।
এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইমাম খোমেনী (রহ.) যে পরিকল্পনা বাস্তবায়ন করে গেছেন তা ইহুদিবাদী ও মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। হজরত ইমাম খোমেনী (রহ.)’র পর হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীও একইভাবে ফিলিস্তিন মুক্তির জন্য এবং মুসলিম বিশ্বে ঐক্য সৃষ্টিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবৈধ ইসরাইলের পতন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের পথে বাধা তৈরি করে যাচ্ছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।