মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক যুগেরও বেশি সময় ধরে ইসরাইলের অবরোধের মুখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। দখলদারিত্বের অবসান ও নিজ ভ‚মিতে ফেরার দাবিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায়ই বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ ফিলিস্তিনিদের। নিরস্ত্র ফিলিস্তিনিদের এ বিক্ষোভ দমাতে ইসরাইলি বাহিনী গুলি ছোড়ে। এতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনের বাসিন্দারা। তবে এবার ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে গাজার খাদ্য সমস্যা। বলা হচ্ছে, অঞ্চলটির ৭৩ শতাংশ পরিবার খাদ্যের নিরাপত্তাহীনতায় ভুগছে। আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস নামের এক এনজিওর বরাত দিয়ে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, গাজায় ১৩ বছরের ইসরাইলি অবরোধের কারণে কমপক্ষে ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। খুব শিগগিরই খাবার সংকট প্রকট হতে যাচ্ছে অঞ্চলটিতে। এক বিবৃতিতে এনজিওটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক কর্মচারীদের বেতন পরিশোধে বিলম্ব এবং নগদ ও মানবিক সহায়তার সাইকলে সমস্যা হওয়ায় ৭৩ শতাংশ পরিবার খাদ্য নিরাপত্তাহীনতা ভুগছে। এই সংকট তৈরি হওয়ার পেছনে করোনা মহমারিরও প্রভাব রয়েছে। এনজিওটি বলছে, করোনার কারণে চলমান ভয়াবহ পরিস্থিতির আলোকে বাণিজ্যিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর। বর্তমানে হাজার হাজার পরিবার শোচনীয়ভাবে জীবনযাপন করছে। গাজায় পরিবারগুলোর পাওয়া খাবারের মানের ও পরিমাণ কমে গেছে। খাবার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা এ সংস্থাটি। সতর্ক করে দিয়ে সংস্থাটি বলছে, বর্তমান পরিস্থিতি ভয়ানক মানবিক বিপর্যয়ে পরিণত হতে পারে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।