Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ৪ করোনা রুগীর মৃত্যু

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৬:৫৬ পিএম

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় নেছার উদ্দিন (৫৬), ওমর ফারুক (৫৪) ডা. উপেন্দ্রনাথ পাল (৭৫) ও জালাল উদ্দিন (৭২) নামের চার করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় করোনায় মোট ১৮ জনের মৃত্যু হলো।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নেছার উদ্দিন, ১১টায় ওমর ফারুক, সাড়ে ১১টায় ডা. উপেন্দ্রনাথ পাল ও আজ বুধবার সকাল ৬ টায় জালাল উদ্দিন করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান।
নেছার উদ্দিন মহানগরীর দৌলতপুরের মৃত আব্দুর রহমানের ছেলে, ওমর ফারুক সদর থানার দিলখোলা রোডের মৃত শেখ হাজী আফসার উদ্দিনের ছেলে, ডা. উপেন্দ্রনাথ পাল বাগেরহাট ফকিরহাট এলাকার ও জালাল উদ্দিন নগরীর শেখ পাড়া এলাকার বাসিন্দা।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, তারা সকলেই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিল এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ