বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ বুধবার ভোর রাতে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে মিন্টু (৩২) নামের একজন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
র্যাব জানায় , রতনপুর সুইচগেট এলাকায় মাদক বেচা-কেনার সংবাদ পেয়ে জয়পুরহাটের র্যাব-৫ সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এসময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৫০২ পিস ফেনসিডিল, ১২০০পিস ইয়াবা টেবলেট, ১টি সুটার গান, ৩টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৮রাউন্ড গুলি উদ্ধার করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন মাদক ব্যবসায়ী মিনটুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় ১৮/১৯টি মাদকের মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।