মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান বিমান ও হেলিকপ্টারের ৭০ শতাংশ যন্ত্রাংশ তৈরি করছে জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্র্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি সংসদে দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে আমাদের প্রচেষ্টায় বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশের ৭০ শতাংশই দেশে তৈরি করা সম্ভব হচ্ছে। -মেহের
তিনি বলেন, বিশ্বের খুব কম দেশই এ পর্যায়ে রয়েছে। ইরানের কাছে বর্তমানে নানা মডেলের বিমান ও হেলিকপ্টার রয়েছে এমন তথ্য দিয়ে তিনি আরও জানান, মহাকাশ গবেষণায় ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে ইরানের অবস্থা যুগোপযোগী। ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে।
ইরানের সংসদে এমপি আবোলফজল তোরাব জানান যদিও তার দেশ হেলিকপ্টার ও উড়োজাহাজ এখনো পুরোপুরি উৎপাদনে যায়নি তবে এক্ষেত্রে যন্ত্রাংশ উৎপাদনে অনেকখানি এগিয়ে গেছে । এছাড়া হাতামি ক্ষেপণাস্ত্র , আধুনিক নৌযানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র তৈরিতে ইরানের সফলতার ওপর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন সংসদে জমা দেন। তিনি বলেন খুব কম দেশই এক্ষেত্রে ইরানের সমকক্ষ রয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।