Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঘুমিয়ে পড়েন সি‌কিউ‌রি‌টি গার্ড : কার্ভাডভ্যান চাপায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১:১২ পিএম

রা‌তে ডিউ‌টি অবস্থায় ঘুমিয়ে পড়েন দুইজন সি‌কিউ‌রি‌টি গার্ড। তখন রাত দেড়টা। আর এই ঘুমই ছিলো তাদের শেষ ঘুম। ঘুমন্ত অবস্থায় তাদের ওপর দিয়ে চলে যায় এক‌টি কার্ভাডভ্যান। প‌রে মঙ্গলবার ভোরে অন্য সি‌কিউ‌রি‌টি গার্ডরা সড়‌কে তা‌দের লাশ দেখ‌তে পে‌লে পু‌লিশ‌কে খবর দেয়া হয়।

নারায়ণগঞ্জে ২ সি‌কিউ‌রি‌টি গার্ডের লাশ মঙ্গলবার ভো‌রে উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফতুল্লা ম‌ডেল থানা পু‌লিশ ময়নাতদ‌ন্তের জন্য সদর জেনা‌রেল হাসপাতা‌লে লাশ দুটি পা‌ঠি‌য়ে‌ছে।

তারা বি‌সি‌কের ২নং সড়‌কের ৫নং গ‌লি‌তে অব‌স্থিত একটি কোম্পানিতে কর্মরত ছি‌লেন।

‌বি‌সিক সি‌কিউ‌রি‌টি ইনচার্জ ও সি‌সি‌টি‌ভি ফু‌টেজ সূ‌ত্রে জানা যায়, রা‌তে ডিউ‌টি অবস্থায় ওই দুই জন ফ্যাক্ট‌রির সাম‌নের রাস্তায় ঘু‌মি‌য়ে ছি‌লেন। রাত দেড়টার দি‌কে এক‌টি কার্ভাডভ্যান তা‌দের উপর দি‌য়ে চ‌লে যায়। প‌রে ভোর সকা‌লে অন্য সি‌কিউ‌রি‌টি গার্ডরা সড়‌কে তা‌দের লাশ দেখ‌তে পে‌লে পু‌লিশ‌কে খবর দেয়া হয়।
ফতুল্লা ম‌ডেল থানার এস আই মোদাসসের জানান, বিসিকের ২নং সড়‌কের ৫নং গলিতে দুইজন নাইট গার্ডের লাশ পাওয়া গেছে। নাম জানা যায়নি, বয়স আনুমানিক ৩৮ ও ৭০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ