বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় কর্মরত এক পুলিশ সদস্য বুথে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন । মৃত্যুর পর তিনি করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা পুলিশ। মৃত পুলিশ সদস্য মোঃ ফয়সাল আলম (৩৮) বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার স্থায়ী বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাটের রানীনগর গ্রামে ।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানিয়েছেন, পুলিশ কন্সটেবল ফয়সাল আলম বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে বুকে ব্যথা জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি রাত পৌণে ৩টায় টায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুর পর তার কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে রিপোর্ট প্রাপ্তির পর জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।