বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার উপসর্গ নিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল এলাকার ওয়াহিদ মিয়া ও আলতা মিয়া নামের দুইজনের মৃত্যু হয়েছে।
পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ জুন রাতে ভানুবিল এলাকায় ওয়াহিদ মিয়ার জ্বর, কাশি ও স্বাসকষ্ট দেখা দিলে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কমলগঞ্জ হাসপাতালের চিকিৎসক মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সিলেটে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১ টার দিকে রাস্তায় মারা যান ওয়াহিদ মিয়া।
জানা যায়, একই এলাকার আলতা মিয়া ও রমিজ আলী ওয়াহিদ মিয়াকে নিয়ে চিকিৎসার জন্য একটি ভাড়া করা গাড়িতে নিয়ে বের হন। পরে লাশ নিয়ে ফেরার পর শুক্রবার সকাল ৭টায় বাড়িতে মারা যান আলতা মিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন একই গ্রামের অপর সহযোগিতাকারী রমিজ আলী। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
তাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। বিষয়টি নিশ্চিত করে আদমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মনিন্দ্র সিংহ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, তিনি খবর পেয়েছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, নমুনা সংগ্রহ করা হবে।
এনিয়ে এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ২৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন, মোট আক্রান্ত হয়েছেন ২২৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।